ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘ভাঙনের ডরে ঘুম আহে না’

‘ভাঙনের ডরে ঘুম আহে না’

নদীর ভাঙনের আতঙ্কে বসবাস করছে ভোগাই নদীর তীরে বসবাসকারী ভূক্তভোগি পরিবারটি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ১৭:১২ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ১৭:২১

‘ভাঙনের ডরে হারারাইত চোখে ঘুম আহে না। এই বুঝি ঘরটা ভাইঙা পড়ে নদীত। ভাঙতে ভাঙনে নদী তো সব নিছে গা। অহন শুধু থাহার ঘরটাই আছে। তারপরও আমগোরে খোঁজখবর নিবার কেউ আহেনা না।’

এভাবেই নিজেদের দুর্দশার কথা বলছিলেন ভাঙন আতঙ্কে থাকা ৭০ বছর বয়সী আছিয়া বেগম। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। পাহাড়ি ঢলের তোড়ে সম্প্রতি তার বাড়িসংলগ্ন বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে মাত্র ২ শতাংশ জমির ওপর থাকা বাড়িটি।

উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ভোগাই নদীর তীরের বাড়িটিতে এক ছেলে, ছেলের বউ ও দুই নাতনি নিয়ে বসবাস করে আসছেন বিধবা আসিয়া বেগম। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও বাড়িটি ছাড়েনি পাঁচ সদস্যের পরিবারটি।

আছিয়া বেগম জানান, প্রায় ১৮ বছর আগে তার স্বামী মারা যাওয়ার সময় ২০ শতাংশ জমির ভিটেমাটি রেখে যান। এখন সেটি ভাঙতে ভাঙতে নদীতে বিলীন হয়ে মাত্র ২ শতাংশে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির ভিটে ছাড়া আর কোনো সহায় সম্বল নেই আসিয়ার। একমাত্র ছেলে বজলুর আট বছর ধরে তার কিডনি রোগে আক্রান্ত। আগে দিনমজুরের কাজ করলেও এখন কোন কাজেই যেতে পারেন না। বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করে সংসারের হাল ধরে রেখেছেন বৃদ্ধা আসিয়া। সরকার থেকে একটু জায়গা আর ঘর পেলে মাথা গুজার ঠাঁই হতো অসহায় পরিবারটির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, পরিবারটির বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×