ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লায়েক হত্যা মামলা

চার্জশিট থেকে কাউন্সিলরসহ ১৮ জনের অব্যাহতি

চার্জশিট থেকে কাউন্সিলরসহ ১৮ জনের অব্যাহতি

ফাইল ছবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৬:৫৭ | আপডেট: ১১ জুলাই ২০২৪ | ১৫:৫২

সুনামগঞ্জের ছাতকে বহুল আলোচিত যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। রোববার আদালতে দাখিলকৃত চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরীসহ ১৮ জনকে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র তদন্তের পর এই হত্যা মামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ না পেয়ে তাদেরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পিবিআই সিলেটের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযোগপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী লায়েক মিয়া হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইসতিয়াক রহমান তানভির, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, আবুল খয়ের টুটুল, তাজ উদ্দিন, আশরাফ উদ্দিন মিজান, মো. সাব্বির, আব্দুল মতিন, আব্দুল গফ্‌ফার বাবুল, সালাউদ্দিন মঞ্জু, সামছুল ইসলাম, আহসান ইসলাম সায়মন, আজাহার উদ্দিন মিলন, মহসিন উদ্দিন, সারোয়ার ইসলাম, এরশাদ আলী ও আকাশ দাস।

তদন্ত শেষে মামলার প্রধান আসামি, পৌর এলাকার মন্ডলীভোগ-জংলীগড় এলাকার বাসিন্দা আব্দুল কদ্দুছ শিবলুসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআই'র তদন্তকারী কর্মকর্তা। মামলার অন্য অভিযুক্তরা হলেন- একই এলাকার ইব্রাহিম মিয়া, কলিম উদ্দিন, কয়েছ মিয়া ও ফয়েজ মিয়া।

২০২৩ সালের ২৮ মার্চ রাতে থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে ছুরিকাঘাতে খুন হন মন্ডলীভোগ-জংলীগড় এলাকার বাসিন্দা লায়েক মিয়া। আলোচিত এই হত্যার ঘটনায় তিনদিন পর ৩১ মার্চ নিহতের ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আরও পড়ুন

×