ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রেলব্রিজ দি‌য়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

রেলব্রিজ দি‌য়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

প্রতীকী ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১১:১৬

গাজীপু‌রের টঙ্গীতে রেলব্রিজ দি‌য়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় সাইদুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বনমালা রোডের হায়দরাবাদ ব্রিজে রেললাইনে এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল পটুয়াখালী জেলার বাউফল থানার আমিরাবাদ গ্রামের বারেক হাওলাদারের ছেলে। তিনি গাজীপুরের ভোগড়া এলাকায় শামসুদ্দিন সরকার মার্কেট এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বনমালা এলাকায় হায়দরাবাদ ব্রিজের মাঝামাঝি স্থানে রেললাইন দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তি‌নি। প‌রে স্থানীয় লোকজন তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, অসাবধানতাবশত রেলব্রিজে হাঁটতে গিয়ে ওই ব্যক্তি ট্রেনের সঙ্গে ধাক্কা লে‌গে আহত হয়। হাসপাতা‌লে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×