ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘প্রয়োজনে ভ্যান চালাব তবু জনগণের বুকে আর গুলি করব না’

পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ

‘প্রয়োজনে ভ্যান চালাব তবু জনগণের বুকে আর গুলি করব না’

বাগেরহাটে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ২১:০০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ২১:০৬

পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ ও মিছিল করা হয়। বুধবার (৭ আগস্ট) বিকেলে কনস্টেবল, সহকারী উপপরিদর্শক (এএসআই), উপপরিদর্শক (এসআই), পরিদর্শকরা এ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপাররা। এ সময় বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে জানিয়ে দেন।

কান্নাজড়িত কণ্ঠে কয়েকজন পুলিশ সদস্য বলেন, আমাদের মনে অনেক ব্যথা। মন খুলে কথা বলতে চাই। এখন থেকে প্রয়োজনে পোশাক খুলে ভ্যান চালাব, তবু জনগণের বিরুদ্ধে গুলি চালাব না। এক পর্যায়ে তারা পুলিশ সুপারের কাছে রামপাল ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশের অ্যাম্বুলেন্সে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলামকে বাগেরহাট ছাড়তে সহযোগিতা করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

এএসআই শফিকুল ইসলাম বলেন, ছাত্রদের আন্দোলনে পুলিশের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হননি। সাত মাসের অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অনেক কনস্টেবল মারা গেছেন। সুবিধাবাদী বিসিএস কর্মকর্তাদের জন্যই দেশবাসীর কাছে পুলিশ শত্রুতে পরিণত হয়েছে। আমাদের সহকর্মীদের মৃত্যুর জন্য তারাই দায়ী। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। রাজারবাগ পুলিশ লাইন্স থেকে যে আন্দোলন শুরু হয়েছে, তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।

বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ সুপার আবুল হাসনাত খান পুলিশ লাইনে আসেন। তিনি বিক্ষোভকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি। এ সময় তাঁকে উদ্দেশ করে ভুয়া ভুয়া স্লোগান দেন সদস্যরা। 
 

আরও পড়ুন

×