ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বিচার চাইলেন যুবক 

মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বিচার চাইলেন যুবক 

শুক্রবার দুপুরে নগরীর এক রেস্টুরেন্টে রাজীব আলী নামে ভুক্তভোগী যুবক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ২০:২৬

রাজশাহীতে পুলিশের উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর এক রেস্টুরেন্টে রাজীব আলী নামে ভুক্তভোগী যুবক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে রাজীব রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বরখাস্ত উপপরিদর্শক (এসআই) মাহাবুব হাসানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় ফাঁসানো এবং নির্যাতনের অভিযোগ এনে বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে রাজীব আলীর অভিযোগ করেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে পুলিশ কর্মকর্তা মাহাবুব হাসানসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন তার বাসায় প্রবেশ করেন। এরপর তার মাথায় অস্ত্র ঠেকিয়ে এলাপাতাড়ি মারধর করেন। এরপর এসআই মাহাবুব হাসান বলেন, মাদকদ্রব্য কোথায় রেখেছিস? এসআই মাহাবুবের সাথে থাকা লোকজন সাথে করে ফেনসিডিল এবং ইয়াবা নিয়ে আসেন এবং সেগুলো তার কাছ থেকে পাওয়া গেছে বলে জব্দ দেখিয়ে তাকে ফাঁসানো হয়। 

সংবাদ সম্মেলনে রাজীব আলী আরও উল্লেখ করেন, এরপর তাকে তুলে নিয়ে নগরীর সিমলা পার্কে নিয়ে যান এসআই মাহাবুব। তার বাবার বাবার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। না হলে ক্রসফায়ারের হুমকি দেন। এরপর তার বাবা মাহাবুবের হাতে পাঁচ লাখ টাকা দেন। এ সময় মাহাবুব তার বাবাকে বলেন, আপনি বাড়ি চলে যান। আমি আপনার ছেলেকে বাসায় পৌঁছে দিব। বাবা সরল বিশ্বাসে বাসায় চলে আসেন। পরের দিন ২৪ অক্টোবর এসআই মাহাবুব তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে চালান দেন।

সংবাদ সম্মেলন থেকে পুলিশের বরখাস্ত এসআই মাহাবুব হোসেনের বিচার দাবি করা হয়। বুধবার রাতে তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় রাজীব আলীর পিতা মাসুদ রানা সরকার মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

×