ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৭:৪৭

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার মেহেরপুরের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিচারক মেহেরপুর জেলা ও দায়রা জজ মঞ্জুরুল ইমাম সদর থানার ওসিকে এফআইআরের নির্দেশ দেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- ফরহার হোসেনের ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ভাই সরফরাজ হোসেন মৃদুল, ভাগ্নে তূর্য বিশ্বাস ও সহযোগী সাবেক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমান হোসেন মিলু।

মামলার বাদীপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে শহরের বড়বাজার মোড় ও কলেজ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র ও জনগণ শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সময় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর নির্দেশে আসামিগণসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব-পরিকল্পিতভাবে ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাঁশের লাঠিসহ অবৈধ আগ্নেয়াস্ত্র ভয়ভীতি, খুন, জখম করার উদ্দেশ্যে মোটর সাইকেলে চড়ে মহড়া দিতে দিতে উপস্থিত হয়। তখন আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং আসামিদের হামলায় এদিক সেদিক ছোটাছুটি করাকালীন আসামীরা ছাত্র ও উপস্থিত জনতাকে খুন জখমের হুমকি প্রদান করে। 

মামলার অন্যান্য আসামিরা হলেন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, বারাদি ইউপি চেয়ারম্যান ও মোমিনুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, আওয়ামী লীগ নেতা উপপ্রচার সম্পাদক মিজানুর রহমান হিরণ, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনসহ নামীয় আসামী ১৬৩ জন।

আরও পড়ুন

×