ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পদ নিয়ে বিএনপির  দুই পক্ষের মারামারি

পদ নিয়ে বিএনপির  দুই পক্ষের মারামারি

ফাইল ছবি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২২

পটুয়াখালীর বাউফলের সূর্যমণি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।

ছাত্র-জনতার আন্দোলনের পরে সূর্যমণি ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু আত্মগোপনে চলে যান। এতে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরিষদকে সচল করতে বৃহস্পতিবার প্যানেল চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত হয়। ইউপি সদস্য বশার মালকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জমাদ্দার এবং ফারুক হোসেনকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিন্টু সমর্থন দেন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভোট হয়। ৯ জন সদস্য ভোট দেন। একটি ভোট বাতিল হয়। উভয়ই সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত হলে বশার মাল মানতে রাজি হননি। এ নিয়ে পরিষদ ভবনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। 

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের জাহাঙ্গীর টাওয়ারে মারধরের প্রতিবাদ ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ফারুক হোসেন। এ সময় বক্তব্য দেন সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিন্টু, উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার ও মো. শাহবুদ্দিন। তারা সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দার দায়ী করে তাঁর বহিষ্কার দাবি করেন। 

 এ বিষয়ে মাহবুব জোমাদ্দার বলেন, ‘আমি বা আমার লোকজন কাউকে মারধর করেনি। তারা মিথ্যা অভিযোগ করেছেন।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, দুই পক্ষের কারণে প্যানেল গঠন করা সম্ভব হয়নি। 
 

আরও পড়ুন

×