ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদকের আখড়া গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

মাদকের আখড়া গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

ফাইল ছবি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪৩

পটুয়াখালীর বাউফলে কবরস্থান দখল করে বসানো মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। গতকাল রোববার দুপুরে কালাইয়া বন্দরের সরকারি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা গেছে, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা উপজেলা যুবলীগের সম্পাদক এবং কালাইয়া ইউনিয়ন চেয়ারম্যান ফয়সাল হোসনের ঘনিষ্ঠজন। ১০ বছর আগে সরকারি কবরস্থানের জমি দখল করে টিনশেড দোতলা ঘর নির্মাণ করেন। সেখানে তিনি মাদক কেনাবেচা, সেবন ও জুয়ার আসর বসাতেন। প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন হওয়ায় স্থানীয়রা তাঁর কর্মকাণ্ডের প্রতিবাদ করতে সাহস পাননি। তাঁর প্রধান সহযোগী রেজাউল সরকার ওরফে রেজু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। রেজুর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা চলমান। পুলিশের  একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলেও রেজাউলকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল দুপুরে বন্দরের বড় পুকুরপাড় এলাকা থেকে মাদকবিরোধী মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা এ আখড়া ভেঙে ফেলে।

স্থানীয় বাসিন্দা আলতাফ বলেন, যুবলীগ নেতা মিজান মোল্লা কবরস্থানের মধ্যে অবৈধভাবে ঘর তুলে মাদক ব্যবসা, সেবন ও জুয়ার আসর বসাতেন। প্রতিবাদ করে অনেকে লাঞ্ছনার শিকার হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। অভিযান আরও জোরদার করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন

×