পতেঙ্গায় তেলবাহী জাহাজে আগুন

আগুনে পুড়ে যাওয়া জাহাজ। ছবি: মো. রাশেদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১২:০৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৫১
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। সোমবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর চ্যানেলে তেলের জাহাজে এমন ভয়াবহ আগুন তেমন দেখা যায়নি আগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ ও বিমান বাহিনী কাজ করছে।
তিনি জানান, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নেভাতে যায়। পরে আরও ৬টি ইউনিট যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, ‘আমার চাকরি জীবনে বন্দর চ্যানেলে তেলের কোনো জাহাজে এমন ভয়াবহ আগুন আগে দেখিনি’