ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জাহাজে বিস্ফোরণ

নিহত ডেক ক্যাপ্টেন সৌরভের বাড়িতে শোকের মাতম

নিহত ডেক ক্যাপ্টেন সৌরভের বাড়িতে শোকের মাতম

নিহত সৌরভের পরিবারের সদস্যদের আহাজারি। ছবি-সমকাল

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৬

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় নিহত সৌরভের (২৪) বাড়িতে চলছে শোকের মাতম। সৌরভের বাবা মানিক সাহা, মা সীমা সাহা আর দিদিমা মিনতী সাহার বিলাপে ভারী হয়ে উঠছে বাড়ির আঙ্গিনা।  

সোমবার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ঘটনায় নিহত ডেক ক্যাপ্টেন (ইন্টার্নি) সৌরভ সাহার বাড়ি ঝিনাইদহের শৈলকুপাতে। বরিশাল মেরিন একাডেমি থেকে পড়ালেখা শেষ করে গত জুলাই মাসে সৌরভ এক বছরের ইন্টার্নি করতে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে কাজ শুরু করেন।

সৌরভের বাবা মানিক সাহা জানান, তার ছেলে সৌরভ শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে বরিশাল মেরিন একাডেমিতে ভর্তি হয়। ২০২৩ সালে মেরিন একাডেমির পড়ালেখা শেষ হয় তার। এরপর চলতি বছরের জুলাই মাসে সৌরভ ইন্টার্নি করতে বাংলার জ্যোতিতে যোগদান করে। বেলা ১১টায় বিস্ফোরণের ঘটনা ঘটলেও তিনি দুপুর আড়াইটার দিকে জানতে পারেন ছেলের মৃত্যুর খবর। তার আশা ভরসা সব শেষ করে ইন্টার্নি শেষ না করেই বাড়ি ফিরছে সৌরভ।  মানিক সাহার দুই ছেলের মধ্যে সৌরভ সাহা বড় ছেলে।

সৌরভের মা সীমা সাহা জানান, তার ছেলের সঙ্গে গতকাল রোববার দুপুরে শেষ কথা হয়। সে বলেছিল কুতুবদিয়া থেকে তেল নিয়ে রওনা হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম পৌঁছাবে। আমি বলেছিলাম একটু ভিডিও কল দিতে। কিন্তু জাহাজের ডেকে অনেক কষ্ট, সেটা দেখে আমরা কষ্ট পাবো ভেবে আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলতো না।

দিদিমা মিনতী সাহা জানান, তার নাতী সৌরভ বাড়ি থকে জাহাজে যাওয়ার আগে সমস্ত ঘরে রঙ দিয়ে যায়। আর যাওয়ার সময় বলেছিল এটাই আমার শেষ যাওয়া। 

আরও পড়ুন

×