ফরিদপুরের পূজা মণ্ডপে হা-মীম গ্রুপের অনুদান

অনুদান তুলে দেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন ও পরিচালক আবুল কালাম আজাদ। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ১৮:৫৭
হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মণ্ডপে বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ২০টি পূজা মণ্ডপে শারদীয় উৎসব পালনে অনুদান প্রদান করেন। অনুদান প্রদান করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন এবং হা-মীম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে পালনে তাদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
বিকালে প্রথমে ডিক্রিরচর ইউনিয়নের বালিয়াঘাট সার্বজনীন দুর্গাপূজা মন্দির, ফরিদাবাদ বিন্দুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। সন্ধ্যায় ফরিদপুর পৌর এলাকার টেপাখোলা ও হরিসভা এলাকাসহ পৌরসভার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াঘাট সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের সভাপতি সুব্রত কুমার সরকার, ফরিদপুর সদরের আলহাজ্ব এমএ আজিজ উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রভাত সিং, রাফিজুল খান, মো. রুবেল প্রমুখ।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের বালিয়াঘাট সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের সভাপতি সুব্রত কুমার সরকার এর হাতে অনুদানের অর্থ তুলে দেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন এবং পরিচালক আবুল কালাম আজাদ।
- বিষয় :
- ফরিদপুর
- হা-মীম গ্রুপ
- অনুদানের ছবি