ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শেরপুরের ২ উপজেলায় ৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

শেরপুরের ২ উপজেলায় ৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

বন্যাকবলিত এলাকায় দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪ | ২০:৪৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ১৮:৩২

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ৩০তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের সবগুলো গ্রাম ও নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের গ্রামগুলোতে নৌকায় করে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রীর প্যাকেট পৌঁছে দেন সমিতির সদস্যরা।

কেন্দ্রীয়ভাবে বিতরণ করা ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- ৩ কেজি করে চাল, আধা কেজি করে ডাল, তেল, লবণ, ৫০ গ্রাম ওজনের মরিচ গুড়ার একটি করে প্যাকেট, ৫০ গ্রাম হলুদের গুড়ার প্যাকেট, ৫ প্যাকেট করে ওরস্যালাইন, এক কেজি আলু, দুইটা মোমবাতি, একটা দেয়াশলাই, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, আধা কেজি চিনি, এক লিটার পানি ও এক পাতা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহমুদ উল্লাহ মারুফ, এটুআই প্রকল্পের সিনিয়র সহকারী সচিব মেহেদি হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব উল আহসান ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল প্রমুখ।

আরও পড়ুন

×