বেরোবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ছবি: সমকাল
বেরোবি সংবাদদাতা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ০০:৩৫
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধে সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছেন। তবে তাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সোমবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক এসে মিছিল শেষ হয়।
এর আগে, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বেরোবি উপাচার্য ড.শওকাত আলী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার লেজুড়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন।এই আদেশ বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় পাস হয়।
- বিষয় :
- রংপুর
- বেরোবি
- ছাত্র রাজনীতি