মাদারীপুরে কবরস্থান থেকে ২০ হাতবোমা উদ্ধার
ধ্বংস করা হয় ৯৮ বোমা

কালকিনি উপজেলা থেকে মোট ৯৮টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। ছবি: সমকাল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১৯:১১ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১৯:২৩
মাদারীপুরের কালকিনিতে কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ। এ পর্যন্ত কালকিনি উপজেলা থেকে ৯৮টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বোমাগুলো ধ্বংস করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
শুক্রবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি কালকিনির বিভিন্ন এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এগুলো ধ্বংস করেছে বোম ডিসপোজাল ইউনিট।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাতাবালি গ্রামের মৃত সামছুল হক বেপারীর বাড়ির পারিবারিক কবরস্থানে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় জঙ্গলের ভেতরে কবরস্থানের মধ্যে মৃত সামছুল হক বেপারির কবরের ওপর থেকে দুটি বালতিতে থাকা ২০টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা ওই বোমাগুলো ওখানে রেখেছে জানা যায়নি।
সম্প্রতি কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন ধরে বোমাবাজি চলছিল। কয়েকদিন আগে ওই ওয়ার্ডের দক্ষিণ ঠেংগামারা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাতবোমা উদ্ধার করেছিল পুলিশ। কয়েকটি অভিযানে শুধু কালকিনি থেকে ৯৮টি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, সম্প্রতি কালকিনির বিভিন্ন এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বোমাগুলো ধ্বংস করে বোম ডিসপোজাল ইউনিট।
এসময় উপস্থিত ছিলেন ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক এস. এম রাইসুল ইসলাম, উপ-পরিচালক গোলাম মর্তুজাসহ ডিএমপির স্পেশাল অ্যাকশন গ্রুপের সদস্যরা।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, কালকিনির পাতাবালি এলাকার একটি কবরস্থান থেকে ২০টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো কে বা কারা, কী উদ্দেশ্যে রেখেছে সে বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, কালকিনি থেকে সম্প্রতি ৯৮টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
- বিষয় :
- বোমা উদ্ধার
- পুলিশ