ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ওয়াজ মাহফিলের দাওয়াত দিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বন্ধুর

ওয়াজ মাহফিলের দাওয়াত দিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বন্ধুর

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস ও ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২১:৩২

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই বন্ধু। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের তাড়াইল এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গৌরভ দাস।

নিহত দুজন হলেন- ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসির ছেলে ইমন খালাসী (২২) ও তার বন্ধু একই গ্রামের কামরুল খানের ছেলে রমজান খান তোকির (২০)। আর আহত বন্ধুর নাম কাশেম।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তিন বন্ধু তৌকির, ইমন ও কাশেম মিলে রায়পাড়া স্কুল মাঠে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। শনিবার বিকেলে মাহফিলের জন্য বক্তাকে দাওয়াত দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে তারা তিন বন্ধু শিবচরের সূর্যনগর বক্তার বাড়িতে রওনা দেন। এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের তাড়াইল এলাকায় পৌঁছালে শিবচর থেকে ভাঙ্গাগামী বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন নিহত হন। গুরুতর আহতাবস্থায় কাশেম ও তৌকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তৌকিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার এসআই গৌরভ দাস বলেন, থানায় একটি মামলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×