পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান শিক্ষার্থীদের, ৯ দফা দাবি

নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান। ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩১
নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ রোববার তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তারা।
একপর্যায়ে পুলিশ সুপার কুতুব উদ্দিন সেখানে উপস্থিত হলে ৯ দফা দাবি জানান তারা। এ সময় এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে সেখান থেকে সরে যান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্টের পরে পুলিশ বিশেষ একটি রাজনৈতিক দলের মদদে কাজ করছে। তারা যা চাচ্ছে, সেটিই করছে। সাধারণ মানুষের হয়ে কাজ করছে না। এ সময় সাতদিনের মধ্যে ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে জেলার সব থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ফজলে রাব্বী বলেন, জুলাই বিপ্লবের আগে পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, সে জায়গা থেকে তারা মনে করেছিলেন– পুলিশ কাজ করে মানুষের মন জয় করে নিবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, আগের মতোই রয়ে গেছে। এখনও নওগাঁয় চাঁদাবাজি হচ্ছে। থানায় রেফারেন্স ছাড়া মামলা নেওয়া হয় না। সর্বস্তরের মানুষ যেন সুবিধা পায়, সেটিই তাদের চাওয়া।
আরেক শিক্ষার্থী আরমান হোসেন বলেন, জুলাই বিপ্লবের সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনী নৃশংসভাবে হামলা চালায়। তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাদের সঙ্গে ঘুষ ওতপ্রোতভাবে জড়িত। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও তারা ব্যবস্থা না নেওয়ায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ বিষয়ে পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, তাদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। পরিবর্তিত সময়ের যে সুফল, সেটি সাধারণ মানুষের দোরগাড়ায় পৌঁছে দেবে পুলিশ।
- বিষয় :
- নওগাঁ
- পুলিশ সুপার
- অবরোধ
- শিক্ষার্থীদের অবস্থান