ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নেতাকর্মীরা লুটপাট করেছে, আর শেখ হাসিনা মিথ্যা বুলি আউড়িয়েছেন: মান্না

নেতাকর্মীরা লুটপাট করেছে, আর শেখ হাসিনা মিথ্যা বুলি আউড়িয়েছেন: মান্না

নাগরিক ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাহামুদুর রহমান মান্না। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ০৬:৪৪

নাগরিক ঐক্যের সভাপতি ডাকসুর সাবেক ভিপি মাহামুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনার সরকার কাজ করেছে ৩০ টাকার, ভাউচার করেছে ৪০০ টাকার। শেখ হাসিনার পিয়নের ব্যাংক একাউন্টেও ৪’শ কোটি টাকা আছে, যা তিনি গর্ব করেই বলেছেন। এভাবে প্রতিটি খাতেই তিনি এবং তার দলের নেতাকর্মীর লুটপাট করেছে। আর তিনি মুখে মিথ্যা বুলি আউড়িয়েছেন উন্নয়নের।

রোববার বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন নাগরিক ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহামুদুর রহমান মান্না বলেন, এখন নতুন করে এ দেশকে সাজাতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সংস্কারও চলবে, ভোটের কার্যক্রমও চালাতে হবে। মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি, এখন নিবিঘ্নে ভোট দিতে মুখিয়ে আছে।

স্থানীয় গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল হালিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজিব, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব আব্দুল বাসেত বাদশা, মোহাম্মদ আলী, মতিয়ার রহমান, পপি খাতুন, এনামুল হক সরকার, হারুনুর রশিদ, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, সাইদুর রহমান সাগর, আনোয়ার হোসেন, লুৎফর রহমান, মাহবুব মোরশেদ হীরা, আব্দুর রহমান, উপজেলা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি রাশেদ মাহমুদ তুষার প্রমুখ।

আরও পড়ুন

×