ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২:৪৯

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনে কনকনে হিমেল হাওয়া, রাতে ঝরছে বৃষ্টির মতো কুয়াশা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। 

আজ বৃহস্পতিবার ভোর ৬টায় এ জেলায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, উত্তরের এই জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ।ভোর ৬টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৮৮ শতাংশ। রাতে তাপমাত্রা কমবে ফলে তীব্র শীত অনুভূত হতে পারে।

এদিকে হিমেল বাতাসে জবুথবু অবস্থা জেলাবাসীর। ফলে কর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনের। রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। শীতের কারণে বেড়েছে রোগব্যাধি। জেলা-উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই।

আরও পড়ুন

×