আত্মসমর্পণ করলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই মৃদুল

সরফরাজ হোসেন মৃদুল। ছবি: সংগৃহীত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১৮:১৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল আদালতে আত্মসমর্পণ করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক (ভারপ্রাপ্ত) জুয়েল রানা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ৫ আগস্টের আগে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল আসামি ছিলেন। আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে পুলিশ পাহারায় আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।