ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, আহত ১

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, আহত ১

ছবি-সংগৃহীত

ফরিদপুর অফিস 

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:০৬

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনা দেখতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী লোকাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। 

তবে নিহত ওই যুবকের মৃত্যুর বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা সেটি নিশ্চিত জানা যায়নি। নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

স্থানীয় বাসিন্দা শান্ত পাট্টাদার বলেন, সকালে তিনি ওই যুবককে রেললাইনের উপর বসে থাকতে দেখে তাকে সেখানে না বসে পাশের দোকানে এসে বসতে বলেন। তাতেও তিনি কর্ণপাত না করলে ট্রেন চলে আসার পর রেল লাইনের পাশে তার শরীরের বিচ্ছিন্ন অংশগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

খবর পেয়ে স্থানীয় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী আফিফ আল আবির (২০) ঘটনাটি দেখতে ট্রেনের দরজার হাতল দিয়ে মুখ বাড়িয়ে উঁকি দেওয়ার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যান। গুরুতর আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×