ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুজ্জামান আজাউল ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক পারভেজ শরিফ। ছবি: সমকাল

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪২

ফরিদপুরের মধুখালীতে অপারেশন ডেভিল হান্টে মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলকে (৫০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক পারভেজ শরিফকেও (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা চালিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুজ্জামান আজাউলকে মধুখালী মরিচ বাজার ও ছাত্রলীগনেতা পারভেজ শরিফকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন, তারা দুজনেই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একটি মামলার আসামি। আজ (মঙ্গলবার) সকালে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

×