গানে গানে লালন স্মরণোৎসব

পাবনার রেলবাজারে লালন স্মরণোৎসব ও সাধু সংঘ অনুষ্ঠানে শিল্পীদের সংগীত পরিবেশনা সমকাল
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৪৫
চাটমোহরে ২৫তম লালন স্মরণোৎসবের আয়োজন করা হয়। সোমবার রাতে রেলবাজারে লালন দর্শন ভাব সাহিত্য ও সংগীত চর্চা কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হয়। গানে গানে রাতব্যাপী মাতিয়ে তোলা হয় অনুষ্ঠানটি।
লালন দর্শন ভাব সাহিত্য ও সংগীত চর্চা কেন্দ্রের সভাপতি ইশারত ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, আব্দুল কুদ্দুস আলো, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা লিখন বিশ্বাস, মোন্তাজ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেতন গুরু। রাতভর গান পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমিসহ বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা।
- বিষয় :
- লালন উৎসব