ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কক্ষে পড়েছিল স্ত্রীর রক্তাক্ত মরদেহ, আড়ায় ঝুলছিল স্বামী

কক্ষে পড়েছিল স্ত্রীর রক্তাক্ত মরদেহ, আড়ায় ঝুলছিল স্বামী

প্রতীকী ছবি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৫৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:১৩

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামী-স্ত্রীর মরদেহ করেছে পুলিশ। স্বামীকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে গলায় কাপড় পেঁচানো রক্তাক্ত অবস্থায় নিজদের শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চড়দামুকদিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহত দম্পতির নাম মো. ফরিদুল ইসলাম (৭৪) ও রাবিয়া খাতুন (৫৫)। রাবিয়া ফরিদুলের তৃতীয় স্ত্রী। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে ফরিদুল ইসলাম রাজশাহীর পুটিয়া থেকে এসে কুষ্টিয়ার ভেড়ামারার রাবিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তারা কুষ্টিয়ার মিরপুরে থাকতে শুরু করেন। ২০২৩ সাল থেকে তারা ভেড়ামারার চরদামুকদিয়ায় বসবাস শুরু করেন। আজ সকাল ১০টার দিকে রাবিয়ার ছোট ছেলে শরিফুল তাদের ডাকতে থাকে। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি দেয়। তখন ফরিদুল ইসলামকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা স্থানীয়দের নিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। এ সময় তারা ফরিদুলকে ঝুলন্ত অবস্থায় এবং রাবিয়া খাতুনকে গলায় কাপড় পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

ভেড়ামারা থানার ওসি বলেন, সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×