ভুট্টা ক্ষেতে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ

ছবি: প্রতীকী
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫ | ১৯:৩৯
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত খাইরুল ইসলাম ইউনিয়নের ভবানন্দপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় শামসুদ্দিন হাসকিং মিলে নৈশপ্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো খাইরুল হাসকিং মিলে কাজে যান। রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ভুট্টাক্ষেতে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাতে শামসুদ্দিনের হাসকিং মিলে চুরির ঘটনাও ঘটেছে। এতে বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খাইরুল নৈশপ্রহরীর পাশাপাশি নেকমরদ এলাকায় মতিন মার্কেট মসজিদে ইমামতি করতেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসকিং মিলের দুই গেটের চারটি তালা কাটা অবস্থায় পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের মূল্যবান যন্ত্রাংশ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহত খাইরুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করছে পুলিশ।