পাগলা মসজিদের দানবাক্সে ভাইয়ের আরোগ্য কামনায় চিঠি

ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ১৪:০২
কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ১১টি দানবাক্স আজ খোলা হয়েছে। এতে ২৮ বস্তা টাকাসহ ও অন্যান্য দানের সঙ্গে পাওয়া গেছে বেশ কিছু চিঠি।
প্রতিবারই এরকম পাওয়া যায়। চিঠিতে সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন জনের বিভিন্ন মনোবাঞ্ছার কথা লেখা চিঠি বা চিরকুট পাওয়া যায় প্রতিবারই। কেউ মানুষের কাছে দোয়া চান সেসব চিঠিতে। এবারও একটি চিরকুটে এক ভাই তাঁর ছোট ভাইয়ের সুস্থতার জন্য মানুষের কাছে দোয়া চেয়েছে।
চিঠিতে তিনি তার শিক্ষাগত সামর্থ্য অনুযায়ী যা লেখেন- ‘আসসালামু আলাইকুম, আমার সালাম নিবেন, আমার একটি মাত্র ভাই, বয়স মাত্র ১৪ বছর। সে কানেও শোনে না, কথাও বলতে পারে না, সবই ওপর ওয়ালার ইচ্ছা। খুবই কষ্টের মাঝে আছি। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, যদি আপনাদের উসিলায় আমার ভাই ভালো হয়ে যায়, তাহলে আমার ভাইয়ের হাতে নিয়ে একটা খাসি বাবার পাগলা মসজিদে দিয়ে আসবে। তাই সকলের কাছে ভিক্ষা চাচ্ছি, সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। নাম তার শুভ, বাসা ঈশ্বরগঞ্জ, থানা আঠারোবাড়ি, গ্রাম তেলুয়ারি, জেলা ময়মনসিংহ।’
- বিষয় :
- পাগলা মসজিদ