পদ্মার খেয়াঘাট ইজারা বন্ধ দাবি চরের বাসিন্দাদের

রাজশাহীতে পদ্মা নদীর খেয়াঘাট ইজারা বাতিলের দাবিতে রোববার চরের বাসিন্দাদের মানববন্ধন সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ২৩:২৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ | ১১:২৬
পদ্মা নদীতে খেয়াঘাট ইজারা দেওয়ার প্রথা বাতিলের দাবিতে রাজশাহীতে সমাবেশ করেছেন চরের বাসিন্দারা। গতকাল রোববার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান। গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ও চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়নের সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।
চরের বাসিন্দারা বলছেন, চর আষাড়িয়াদহ ও চর আলাতুলি ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। পদ্মা নদী পাড়ি দিতে তারা খেয়াঘাটের ঘাটিয়ালদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তারা বাড়তি টোল আদায় করছে। পণ্য পরিবহনে নেওয়া হয় অতিরিক্ত টাকা।
বক্তারা বলেন, ইজারার শর্তে জনপ্রতি ৫ টাকা নেওয়ার কথা বলা থাকলেও অতিরিক্ত টোল আদায় করে। মাঝিকেও টাকা দিয়ে নদী পার হতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চরের বাসিন্দা ইমাম হোসেনের ভাষ্য, ঘাটের দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে হত্যা করার হুমকি দেওয়া হয়। চর আষাড়িয়াদহ ইউপি পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলা বলেন, এ অঞ্চলে ঘাটের কোনো প্রয়োজন নেই।
মানববন্ধন শেষে তারা বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দেন। এটি গ্রহণ করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান তাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, কমিটি করে মতামত নেওয়া হবে। এর পর প্রতিবেদনটি স্মারকলিপিসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠালে তারা সিদ্ধান্ত নেবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ইজারার মেয়াদ ১১ মে শেষ হবে। এর পর ইউনিয়ন পরিষদের ঘাট চালাবে।
- বিষয় :
- ইজারা