গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, দগ্ধ সীমা মারা গেলেন

.
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ১৩:৫৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ | ১৩:৫৯
গাজীপুর মহানগরীর একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে সীমা আক্তার (৩০) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। এ ঘটনায় দুই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে রোববার রাতে বাসন থানার মোঘরখাল এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে দগ্ধ পাঁচজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্য থেকে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সীমা আক্তার মারা যান। তিনি মো. আলহাজ উদ্দিনের স্ত্রী। চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা হলেন- পারভীন আক্তার (৩৫) এবং তার দেড় বছরের ছেলে আয়ান, তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা আক্তার (১০)।
গাজীপুর মহানগরের বাসন থানার এসআই মো. সজীব খান জানান, রোববার রাত ৮টার দিকে মোগরখাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করান। সেখানে একজন মারা গেছেন।
নিহত সীমা আক্তারের স্বামী আলহাজ উদ্দিন বলেন, তারা উভয়ে পোশাক কারখানায় কাজ করেন। মোগরখাল এলাকায় আব্দুর রহিমের বাড়িতে বাসাভাড়ায় বসবাস করেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে পাশের বাড়িতে রান্নাবান্না চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের শিখা এসে তার স্ত্রী ও এক শিশুসহ মোট পাঁচজনের শরীর দগ্ধ হয়। প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এনে ভর্তি করা হয়। রোগীদের মধ্যে পারভীনের শরীরের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ ও আয়ানের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসক তাকে জানিয়েছেন।
- বিষয় :
- গাজীপুর
- বিস্ফোরণ
- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ