মধুখালীতে ট্রেনের ধাক্কায় পুরোহিত নিহত

প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ | ২১:৪১
ফরিদপুরের মধুখালীতে চলন্ত ট্রেনের ধাক্কায় অপূর্ব মাধব দাস (৪৫) নামে এক পুরোহিত নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে মধুখালী রেলস্টেশনে প্রবেশের এক কিলোমিটার উত্তরে ফরিদপুর চিনিকলের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
নিহত অপূর্ব মাধব দাস উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামের একটি মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানান, ট্রেন আসার আগে অপূর্ব মাধব দাসকে দুর্ঘটনা এলাকায় এলোমেলো ঘোরাফেরা করতে দেখা গেছে। কিছুক্ষণ পরেই চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি।
মধুখালী রেলস্টেশন মাস্টার কাউসার মাহমুদ বলেন, ওই পুরোহিত আত্মহত্যা করে থাকতে পারেন বলে আমি জানতে পেরেছি।
- বিষয় :
- ট্রেনের ধাক্কায় নিহত
- ফরিদপুর