ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫ | ১৭:১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে মাদলা সীমান্ত এলাকায় বিএসএফের গুলির ঘটনা ঘটে। এ সময় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিলেন সাকিব। তিনি সীমান্তপাড়ে চোরাই মোটরসাইকেল সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন বলে জানা গেছে।

বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, গত ৪ মে রোববার রাত পৌনে ১২টায় সাকিব গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে কসবা উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, সাকিব চোরাই মোটরসাইকেল কারবারের সদস্য। তিনি ভারত থেকে মোটরসাইকেল আনার পথে সীমান্তে গুলিবিদ্ধ হন।

এ ব্যাপারে ৬০ বিজিবি ব্যাটালিয়ান কমান্ডারকে একাধিকবার কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন

×