ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রাথমিকে দেশসেরা প্রধান শিক্ষক হলেন মোস্তফা কামাল স্বপন

প্রাথমিকে দেশসেরা প্রধান শিক্ষক হলেন মোস্তফা কামাল স্বপন

মোস্তফা কামাল স্বপন

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ মে ২০২৫ | ০৩:৩০

সারা দেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন। শনিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ঢাকার মাল্টিপারপাস কনফারেন্স হলে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার মোস্তফা কামাল স্বপনের হাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পদক ও সম্মননা তুলে দেন।
   
এর আগে তিনি ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। মোস্তফা কামাল স্বপন ১৯৯০ সালে গাবতলী উপজেলার তল্লাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। তিনি জেলার গাবতলী উপজেলার চকডঙর গ্রামের নুরুল আমিনের ছেলে।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মান অর্জনের বিষয়ে মোস্তফা কামাল স্বপন জানান,তাঁর বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী আছে। তাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং ভালো কাজ করার জন্য উদ্ধুদ্ধ করেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেন এবং অভিভাবকদের উদ্ধুদ্ধ করতে মা সমাবেশ, বাবা সমাবেশ, হোম ভিজিট জোরদার, সন্ধ্যায় বাড়িতে লেখাপড়াও তদারকি করা হয়। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হতে হলে যেসব সূচক প্রয়োজন তার সবই অর্জন করেছেন মোস্তফা কামাল স্বপন। এ কারণে তিনি  শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন। 

আরও পড়ুন

×