ঈশ্বরগঞ্জে সুহৃদ সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন

নবগঠিত কমিটির সদস্যদের একাংশ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৬:২১ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১৬:৪৭
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আকাশকন্যার কান্না যেন থামছেই না। সেই বৃষ্টিতে ভিজেই একে একে হাজির হন সুহৃদ সদস্যরা। উপলক্ষ দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নতুন কমিটি গঠন। ৩১ মে বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে করা হয় এ আয়োজন। এরপর উপস্থিত সুহৃদ সদস্যদের সম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক পদে মুহাম্মদ আব্দুল হান্নানকে নির্বাচিত করা হয়। সদস্য সচিব করা হয় আমজাদ হোসেন সোহেলকে। এ ছাড়া ১০ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
কমিটির উপদেষ্টারা হলেন– ফেরদৌস কোরাইশী টিটু, মো. আব্দুল আউয়াল, আতাউর রহমান, ফারুক ইফতেখার সুমন, রুহুল আমিন রিপন, অ্যাডভোকেট এএসএম সারোয়ার জাহান, মোশাররফ হোসেন ফারুক, মুহাম্মদ আল-আমিন, সাদ্দাম হোসেন রানা, মশিউর রহমান কাউসার। কমিটির দু’জন যুগ্ম আহ্বায়ক হলেন– মো. আমিনুল ইসলাম ও বিলকিস জাহান সেতু।
এ ছাড়া সদস্যরা হলেন– মো. আলমগীর হোসেন, সাবিবুর হাসান শাকিল, আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ, আরিফ আল মামুন, মো. পারভেজ মিয়া, তানজিলা, মো. মাসুম আহমেদ, সোয়াদ নাবিল সাদ, মো. জিল্লুর রহমান সোহাগ, নাঈম বাশার, মো. জসিম, মো. মনির উদ্দিন, ঋত্বিক ভৌমিক, মো. সুমন মিয়া, মো. রাব্বি আহমেদ, মো. উবায়দুল্লাহ, মো. সারুক। কমিটি গঠন শেষে নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন সমকালের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা মহিউদ্দিন রানা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আগে এ উপজেলায় সুহৃদের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরা হয়। পাশাপাশি নবগঠিত কমিটির আগামী তিন মাসের বিভিন্ন ধরনের কর্মসূচির পরিকল্পনা এবং তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
- বিষয় :
- ঈশ্বরগঞ্জ
- সুহৃদ সমাবেশ
- কমিটি গঠন