ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘কেএনএফের’ ইউনিফর্ম জব্দ

ওয়েল গ্রুপের পরিচালকসহ তিন আসামি রিমান্ডে

ওয়েল গ্রুপের পরিচালকসহ তিন আসামি রিমান্ডে

তারিকুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৯:৫৪

চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুচ ছালামের ভাই ওয়েল গ্রুপের পরিচালক তারিকুল ইসলামসহ তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, কেএনএফ সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর মোহরা শিন্নগর ওয়েল গ্রুপের কারখানা ওয়েল ফ্রেবিক্সে অভিযানের পর প্রতিষ্ঠানের পরিচালক তারিকুল ইসলাম, কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও আতিকুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ সদস্যদের জন্য ওয়েল ফ্রেব্রিক্সে ইউনিফর্ম তৈরির অভিযোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালামের পারিবারিক কারখানা থেকে তার ছোটভাই তারিকুল ইসলামসহ চারজনকে আটক করে।

১৭ মে নগরীর অক্সিজেন এলাকার নয়ারহাটে অবস্থিত ‘রিংভো অ্যাপারেলস’ নামে একটি গার্মেন্টস থেকে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এরপর ২৬ মে চট্টগ্রাম নগরের একটি গুদামে অভিযান চালিয়ে আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়। একইভাবে নগরীর পাহাড়তলীর একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ।
 

আরও পড়ুন

×