দাগনভুঞায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতীকী ছবি। সংগৃহীত
দাগনভুঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ১৬:২৯
ফেনীর দাগনভুঞায় ট্রাকের ধাক্কায় আবু সুফিয়ান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার সিলোনীয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজ পড়ে সিলোনীয়া ব্রিজের দিকে হাঁটতে যান আবু সুফিয়ান। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ময়নাতদন্ত শেষে বাদ জোহর উপজেলার আলমপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের ভাই কৃষাণ মোশাররফ জানান, আবু সুফিয়ান সিলোনীয়া বাজারের একজন ব্যবসায়ী। পরিবারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- দাগনভুঞা
- নিহত