এপ্রিলে নির্বাচন এক-এগারো প্রতিষ্ঠার ষড়যন্ত্র: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফাইল ছবি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৫ | ১৭:০৩
আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণাকে এক-এগারো প্রতিষ্ঠার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশন ৪০ শতাংশ ভোটার উপস্থিতির কথা বলেছে। যদি এই পরিমাণ ভোট না পড়ে, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন হবে। যেহেতু অন্তর্বর্তী সরকার এপ্রিলে ভোটের কথা বলেছে আর গরমে এই পরিমাণ ভোট পড়বে না বলেই মনে হয়। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আবার থেকে যাবে। সুতরাং এক-এগারো বলে কয়ে করা লাগবে না, অটোমেটিকালি হয়ে যাবে।
তিনি আরও বলেন, নির্বাচনের এই রোডম্যাপে সে ধরনের ষড়যন্ত্র রয়েছে। তাই বলছি লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের মাধ্যমে সরকারের নির্বাচনের সিদ্ধান্তের পরিবর্তন আসতে হবে। কয়েকজন উপদেষ্টা এ চক্রান্তের মধ্যে রয়েছে।
আজ বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে নির্বাচনী রোডম্যাপ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গণ অধিকার পরিষদ জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছিলেন- প্রতিমাসে সরকারের কর্মকর্তা ও উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দেবেন। কিন্তু গত ১০ মাসে একটিবারের জন্যও কেউ তাদের সম্পদের হিসাব দেয়নি।
তিনি আরও বলেন, কয়েকজন উপদেষ্টার এপিএসের এনআইডি লক করা হলো। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হলো। তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি হলো, সবই নাটক। সরকারের একজন নারী উপদেষ্টার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে কিন্তু সরকার তদন্ত করছে না।
- বিষয় :
- গণ অধিকার পরিষদ
- নির্বাচন
- অন্তর্বর্তী সরকার