ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঘাতক প্রাইভেটকার। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ২১:৪৫

চট্টগ্রাম নগরের হালিশহরে বেপরোয়া গতিতে চালানো প্রাইভেটকারের ধাক্কায় ওসমান গণি (১৯) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বড়পোল মোড়ের সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাবার প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল কিশোর ছেলে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটিসহ ওই কিশোরকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাড়িটি থামিয়ে চালককে আটক করে। চালকের নাম তানিম। তার বয়স আনুমানিক ২০ বছর।

পুলিশ আরও জানায়, সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেট কারটির নম্বরপ্লেটে লেখা ছিল চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬। ঈদের ছুটির কারণে রাস্তায় তেমন যানবাহন না থাকায় অনেকটা বেপরোয়া গতিতে কারটি চালাচ্ছিল ওই কিশোর। এ সময় সাইকেলযোগে ওসমান গণি ওই সড়ক পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেট কারটি তাকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে সাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ গাড়িটি জব্দ করে। হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, খবর পেয়ে পুলিশ চালকসহ গাড়িটি জব্দ করেছে। প্রাইভেটকারটির চালক ওই কিশোরকে থানায় রাখা হয়েছে। নিহত ওসমান গণির ও আটক কিশোরের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×