ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা জব্দ, এতিমখানা ও দরিদ্র পরিবারে বিতরণ

কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা জব্দ, এতিমখানা ও দরিদ্র পরিবারে বিতরণ

ছবি: সমকাল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ১৬:৪৫

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জাটকা ইলিশ পাথরঘাটা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের পর তারা সেগুলো এতিমখানা ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেছে।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রওনক শাহরিয়ার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা কোস্টগার্ড সূত্রে জানা যায়, সাগরে অবৈধ কারেন্ট জাল দিয়ে এই ইলিশের বাচ্চাগুলো আহরণ করা হয়। শনিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে প্রকাশ্যে আড়তদাররা সেগুলোনিলামে বিক্রি করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে বিএফডিসি ঘাটে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় মৎস্য ব্যবসায়ীরা বাজারে মাছ রেখে পালিয়ে যায়। পরে জাটকা ইলিশ জব্দ করে মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুর হক জানান, কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়াার মাধ্যমে মাছগুলো বিভিন্ন এতিমখানাসহ এলাকার অতি দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

×