তলা ফেটে ডুবল স্পিডবোট, প্রাণ রক্ষা ২৮ জনের

ছবি: সমকাল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২০:২৬
নোয়াখালীর হাতিয়ায় যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে গেছে। সোমবার উপজেলার বউবাজার এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে ২৭ যাত্রী ও চালককে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যানঘাট থেকে নলচিরা যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল স্পিডবোটটি। সেটি বউবাজার এলাকায় পৌঁছলে তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়।
প্রাণে রক্ষা পাওয়া পল্লিচিকিৎসক ফয়সালের ভাষ্য, ২৭ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যানঘাট থেকে রওনা হয়েছিল। বেশি যাত্রী বহনে তারা চালককে নিষেধ করলেও তিনি শোনেননি। সেটি মেঘনা নদীর বউবাজার এলাকায় পৌঁছলে তলা ফেটে পানি ঢুকতে থাকে। এ সময় যাত্রীরা হুড়োহুড়ি করে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এলাকাবাসীর সহায়তায় তারা তীরে উঠতে সক্ষম হন।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, স্পিডবোটটি যেখানে দুর্ঘটনার শিকার হয়েছে, সেখান থেকে তীর বেশি দূরে ছিল না। যে কারণে যাত্রী ও চালক সবাইকে জীবিত উদ্ধার করা গেছে।
- বিষয় :
- নোয়াখালী