নিজ ঘরের ওয়ার্ডরোবে তরুণীর মরদেহ

তানিয়া আক্তার বুলু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৭:৩৩ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১৮:০০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া থেকে তানিয়া আক্তার বুলু নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে নিজ ঘরের ওয়ার্ডরোব থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তানিয়া (২৬) বরিশাল বন্দর থানার রায়পুর গ্রামের দুলাল সরদারের মেয়ে। তিনি দৌলতদিয়া পূর্বপাড়া গ্রামের সরোয়ার মন্ডলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। পেশায় তিনি যৌনকর্মী ছিলেন।
বাড়ির অপর ভাড়াটিয়াদের ভাষ্য, মঙ্গলবার সকালের দিকে তানিয়ার সঙ্গে তাদের সর্বশেষ কথা হয়েছে। এরপর তাকে নিজ কক্ষ বের হতে দেখেননি তারা। সন্ধ্যার দিকে তাদের সন্দেহ হয় তানিয়ার কোন সমস্যা হয়েছে। এরপর তারা বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দেন। তিনি এসে তানিয়ার কক্ষের ওয়ার্ডরোবের তালা ভেঙে ভেতরে তার মরদেহ দেখতে পানর। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ওই তরুণীকে মোবাইলের চার্জারের তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
- বিষয় :
- রাজবাড়ী
- মরদেহ উদ্ধার