ইটনায় অটোরিকশা চাপায় শিশু নিহত

ফাইল ছবি
মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১২:৩১
কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশা চাপায় আরিয়ান মিয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু সদরের সরকারি দাসপাড়া আবাসন সংলগ্ন দুলালপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাবার সঙ্গে শিশুটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় পার্শ্ববর্তী হাজারীকান্দা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে অটোরিকশাচালক আজিজুল মিয়া দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় শিশু আরিয়ানকে চাপা দেয়। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়।
পরিবারের সদস্যরা আরিয়ানকে দ্রুত উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউছার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- নিহত