ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

‘শাটডাউনে’ স্থবির বেনাপোল কাস্টমসের কার্যক্রম

‘শাটডাউনে’ স্থবির বেনাপোল কাস্টমসের কার্যক্রম

কাস্টমস হাউজের গেটে সাটানো হয়েছে কর্মসূচির ব্যানার। ছবি: সমকাল

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৮:০৫

দ্বিতীয় দিনের মতো আজ রোববারও চলছে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ কর্মসূচি। এতে স্থবির হয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম। ফলে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও লোড আনলোড বন্ধ রয়েছে। সকাল থেকে সব ধরে প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার ও চেয়ারম্যান অপসারণের দাবিতে সারা দেশের মতো বেনাপোলে কমপ্লিট শাটডাউন পালিত হচ্ছে। কমপ্লিট শাটডাউন পালনের জন্য কাস্টম হাউস গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা কাজ না করাই বন্দরে পণ্যজট দেখা দিচ্ছে। বেনাপোল এর বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় ৮০০টি পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। কাস্টমসের এ কমপ্লিট শাটডাউনের কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, ব্যবসায়ী হারাচ্ছে ব্যবসা, কর্মচারী ও শ্রমিকরা হারাচ্ছে কাজ সবার আর্থিক সংকটের মধ্যে পড়ছে। 

আগে যখন অর্ধদিবস কর্মবিরতি ছিল তখন অর্ধ দিবস কাস্টমস ও বন্দরে কাজ হচ্ছিল আর এখন টোটালেই বন্ধ। আজ সকালে বন্দরের শ্রমিকরা কাজে এসে সবাই দুপুরের দিকে বাড়ি চলে গেছে। 

বেনাপোল কাস্টমস হাউজের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে

আরও পড়ুন

×