'কেএনএফের' ইউনিফর্ম উদ্ধারের মামলায় ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার সুজন বড়ুয়া ওরফে সাইমন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৩:২৮
চট্টগ্রামে সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় এবার পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ কুলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) খাগড়াছড়ির লক্ষীছড়ি থানার সাঁওতাল পাড়ার অশোক বড়ুয়ার ছেলে। র্যাব জানিয়েছে, পাহাড়ের সশস্ত্র সংগঠন ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’ ইউনিফর্ম জব্দের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি সুজন বড়ুয়া।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি সুজন বড়ুয়া। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুজন বড়ুয়ার বিরুদ্ধে চুরি ও নাশকতার অভিযোগে দুইটি মামলা রয়েছে। তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
গত মে মাসে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চার দফা অভিযান চালিয়ে ৪৭ হাজার ৫৮৫ পিস ইউনিফর্ম ও ৩১৫ ফুট ইউনিফর্মের থান কাপড় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে তিনটি। জড়িত ১৫ জনের নাম পেয়েছে পুলিশ। তাদের মধ্যে থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতা হিসেবে মংহ্লাসিন মারমা ওরফে মং মারমাকে শনাক্ত করা হয়েছে। কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারতে পারেনি পুলিশ।