ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বানিয়াচংয়ে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বানিয়াচংয়ে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০ | ০৫:৪৯

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়বাজারস্থ দারুল কোরআন মাদ্রাসা মসজিদের ছাদ থেকে পড়ে আতাহার উদ্দিন বিলাল (১০)  নামের হিফজ বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

নিহত আতাহার উদ্দিন বিলাল বানিয়াচং উপজেলার ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। 

মাদ্রাসা সূত্র জানায়, রোববার দারুল কোরআন মাদ্রাসা মসজিদে মাগরিবের নামাজের সময় বিলাল মসজিদের দোতলায় যায়।  এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় সে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন  অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসাইন জানান, শিক্ষক ও ছাত্ররা নামাজের দাঁড়ানোর পর বিলাল মসজিদের দোতলায় একটি বল নিয়ে খেলতে যায়। এ সময় বলটি স্টেইনলেস রেলিংয়ের ফাঁকে আটকে যায় বলটি। সেটি আনতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরও পড়ুন

×