যশোরে আড়াই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক

প্রতীকী ছবি
যশোর অফিস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৭:৩৫
ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে আনা ৩০ পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার বিকেলে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা।
আটক তিনজন হলেন- মুন্সিগঞ্জের পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা (৫৫) এবং ঢাকার গেণ্ডারিয়া কালীগঞ্জ সাহা রোডের পংকজ দত্ত (৪৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন। জব্দকৃত স্বর্ণ শরীয়তপুর থেকে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নেওয়া হচ্ছিল। পরে তা ভারতে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।
- বিষয় :
- স্বর্ণবার চোরাচালান