ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ | ০৩:৫০

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সম্রাট বিশ্বাস (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার গভীর রাতে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কনস্টেবলের ভাই লিটন বিশ্বাসও (২০) গুরুতর আহত হয়েছেন। 

নিহত সম্রাট রাজধানীর মিরপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি জেলার কাশিয়ানি উপজেলার চর পদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে বাড়ি আসেন কনেস্টবল সম্রাট বিশ্বাস। শনিবার রাতে বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা দেখে ভাই লিটনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় সম্রাট ঘটনাস্থলেই নিহত হন ও তার ভাই লিটন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত লিটনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×