ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রলি-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের

ট্রলি-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলি ও অটোরিকশা- সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০১:৫৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ০২:১২

নোয়াখালীর চাটখিলে প্রসব ব্যথা জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার জন্য যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে নোয়াখালীর চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ১১নং পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রামনারায়নপুর গ্রামের মো. সোহাগের স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা সুলতানা আক্তার ও অটোরিকশা চালক পূর্ব শোশালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইদ্রিস মিয়া (৪০)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সুলতানা আক্তারের প্রসব ব্যথা উঠলে সুলতানার মা সালেহা আক্তার তাকে নিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে যাত্রা করেন। তাদের বহনকারী অটোরিকশাটি চাটখিল পৌরসভার ১১নং পুল এলাকায় পৌছার পর ইট ভর্তি একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সুলতানা আক্তার ও অটোরিকশা চালক ইদ্রিস মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন সুলতানা আক্তারের মা সালেহা আক্তার (৬০)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহত সুলতানার মা সালেহা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে সুলতানা আক্তার প্রথম সন্তানের মুখ দেখতে পেল না। সড়ক দুর্ঘটনায় আমার মেয়ে ও তার অনাগত সন্তানের জীবন অকালে কেড়ে নিল।’ তিনি ট্রলি চালকের শাস্তি দাবি করেন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম নয়ন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক অন্তঃসত্ত্বা নারী, অটোরিকশা চালক ও আহত অবস্থায় অপর এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। মৃত নারীর গর্ভের সন্তানও মারা গেছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলিটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। তাকে গেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×