গজারিয়ায় নিখোঁজের ১৫ দিন পর মিলল যুবকের অর্ধগলিত লাশ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১ | ০২:৪৭
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজের ১৫ দিন পর হাসান মিয়া (১৮) নামের এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। হাসান উপজেলার হোসেন্দী ইউনিয়নের কামারপাড়া (নয়াবাড়ী) মহল্লার শামীম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসান পনের দিন আগে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। হাসানকে খুঁজে না পেলেও তারা বিষয়টি স্থানীয় থানায় জানায়নি। শুক্রবার স্থানীয়রা পচা গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে হাসানের বাড়ি সংলগ্ন আগাছা ভর্তি পুকুরে তার লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। এরপর গজারিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ডোবা থেকে হাসানের অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।