ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৯ কেজির মাছটি বিক্রি হলো সাড়ে ১১ হাজার টাকায়

৯ কেজির মাছটি বিক্রি হলো সাড়ে ১১ হাজার টাকায়

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি বিলে ধরা পড়েছে মাছটি -সমকাল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৫৮

ময়মনসিংহের নান্দাইলের চৌরাস্তা মৎস আড়তে তাড়াইল উপজেলা থেকে আসা একটি ৯ কেজি ওজনের আইড় মাছ  বিক্রি হয়েছে। শুক্রবার মাছটি ১৩০০ টাকা কেজি দরে ১১ হাজার ৭০০ টাকায় কিনে নিয়েছেন এক মাদ্রাসার অধ্যক্ষ।

জানা গেছে, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি বিলে শুক্রবার নয় কেজি ওজনের আইড় মাছটি ধরা পড়ে। সেখান থেকেই মাছটি বিক্রির উদ্দেশ্যে নান্দাইলের চৌরাস্তা মৎস আড়তে আনা হয়। পরে সেখান দাম উঠার পর নান্দাইল উপজেলার আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাছটি কিনে নেন। 

ক্রেতা আব্দুস ছাত্তার বলেন, বাজারে প্রায়ই বড় বাঘাইড় মাছ পাওয়া যায়, কিন্তু বিলের বড় আইড় মাছ সহজে পাওয়া যায় না। এ কারণেই ১১ হাজার ৭০০ টাকা দিয়ে মাছটি কিনেছি।

নান্দাইল উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আরিফ হোসেন জানান, বাঘাইড় এবং আইড় দু'টি ভিন্ন প্রজাতির মাছ। আইড় মাছের ওজন ১৫-২০ কেজি পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন

×