ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়ায়ও ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়ায়ও ফেরি চলাচল স্বাভাবিক

ছবি: সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২১ | ০৮:৪০

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ফেরিঘাট পাটুরিয়া-দৌলতদিয়াও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঈদে ঘরমুখী মানুষের প্রচণ্ড চাপ ও যানবাহন বৃদ্ধির কারণে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সোমবার বিকেল ৫টার পর ফেরি চলাচল স্বাভাবিক করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, সকাল ৮টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই আড়াই ঘন্টা পর পর ছোট ফেরি দিয়ে অ্যাম্বুলেন্স ও লাশবাহী যানবাহন এবং যাত্রীদেরকে পারাপার করা হয়। কিন্ত বিকেল ৫টার পর থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন ১৫টি ফেরি দিয়ে ঈদে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে আগামীকাল মঙ্গলবার দিনে বড় ফেরিও চলাচল করবে বলেও জানান তিনি।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত রোববার থেকে দিনে ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ। তখন দিনে শুধু অ্যাম্বুলেন্স ও লাশবাহী যানবাহন পারাপার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্ত রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত পদ্মার দুই ধারে একটি অ্যাম্বলেন্সের সঙ্গে হাজার হাজার যাত্রী ফেরিতে উঠে পারাপার হতে থাকেন। এভাবে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ দিনে দুই আড়াই ঘন্টার পর পর চারটি ছোট ফেরি দিয়ে লাশবাহী ও অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীদেরকে পারাপার করে। পরে সোমবার বিকেল ৫টার পর থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে সোমবার বিকেল থেকে পদ্মার অপর গুরুত্বপূর্ণ বাংলাবাজার-শিমুলিয়া ঘাটেও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×