ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'স্বপ্না বিবির মৃত্যুটা স্বাভাবিক নয়'

'স্বপ্না বিবির মৃত্যুটা স্বাভাবিক নয়'

প্রতীকী ছবি

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ১০:৩১ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ১০:৩১

লাশ দাফন হবে। কাফনের কাপড় পরিয়ে প্রস্তুত করা হয়েছে। দাফনের সময়ও নির্ধারণ করে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করেই রাতে পুলিশ আসায় লাশ দাফন করা হয়নি। পুলিশ বলছে, 'স্বপ্না বিবির মৃত্যুটা স্বাভাবিক নয়।' এরপর থেকেই কীভাবে মারা গেলেন স্বপ্না বিবি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। 

ঘটনাটি নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের নগর পাঁচুপুর সিকদারপাড়া গ্রামে। স্বপ্না বিবি (৪২) ওই গ্রামের গার্মেন্ট শ্রমিক মমতাজ উদ্দীনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপনার স্বামী মমতাজ উদ্দীন দীর্ঘদিন ধরে ঢাকায় একটি গার্মেন্টে শ্রমিক হিসেবে কর্মরত। তার দুই মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন। স্বপনাও স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন। এক বছর হলো বাড়িতে একাই থাকেন। সোমবার দুপুরে হঠাৎ করেই গ্রামের লোকজন জানতে পারেন স্বপনা বিবি মারা গেছেন। নানা রোগব্যাধিতে আক্রান্ত থাকায় কারও মনে তার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ দেখা দেয়নি। বিকেলে লাশ ধুয়ে কাফন পরিয়ে দাফনের জন্য প্রস্তুত করে রাখা হয়। আত্মীয়স্বজনসহ সবাইকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৯টায় দাফন করা হবে। খবর পেয়ে স্বামী মমতাজ রাতেই ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। কিন্তু সন্ধ্যার পর থেকেই কানাঘুষা শুরু হয় স্বপনার মৃত্যু নিয়ে। এরই মধ্যে রাত অনুমান ১০টা নাগাদ পুলিশ আসে। পরে সবাই জানতে পারেন স্বপ্নার গলায় রশির দাগ রয়েছে। কিন্তু তখনও কেউ জানে না স্বপ্না আত্মহত্যা করেছেন নাকি তার মৃত্যুটা অন্যভাবে হয়েছে। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে স্বপ্নার স্বামী মমতাজ রানীনগর থানায় একটি ইউডি মামলা করেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্বপ্নার বড় মেয়ে কাকলি আক্তার জানান, মাকে দেখতে শনিবার এখানে এসেছেন। দুপুরে দেখতে পান সদ্য নির্মিত ইটের ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে আছেন তার মা। সঙ্গে সঙ্গে লাশ নামিয়েছেন। কিন্তু এ কথা কাউকে বলেননি। জিন-পরীর আসরের থাকায় তার মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার।

স্বপ্না স্বামী মমতাজ বলেন, ফোনে স্বপ্নার মৃত্যুর খবর পেয়ে রাতেই ঢাকা থেকে বাড়িতে এসেছি। গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে এমনটা কেউ বলেনি। পুলিশ জানিয়েছে, স্বপ্নার মৃত্যুটা স্বাভাবিক ছিল না।

রানীনগর থানার ওসি মো. শাহিন আকন্দ বলেন, অস্বাভাবিক মৃত্যুটাকে আড়াল করে লাশ দাফনের চেষ্টা চলছিল। এ ঘটনায় স্বপ্নার স্বামী ইউডি মামলা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×