ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভোমরা স্থলবন্দরে আজও কর্মবিরতি, লাগাতার আন্দোলনের ঘোষণা

ভোমরা স্থলবন্দরে আজও কর্মবিরতি, লাগাতার আন্দোলনের ঘোষণা

পণ্যবাহী ট্রাকে সিরিয়ালের নামে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২ | ১০:৫৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ | ১০:৫৫

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকে সিরিয়ালের নামে চাঁদাবাজির অভিযোগে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রোববার দ্বিতীয় দিনের মতো ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতারা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা এ কর্মসূচি পালিত হয়। এই সময় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা রামকৃষ্ণ চক্রবর্তী, মিজানুর রহমান, আমীর হামজা, আবু মুসা, রায়হানুল ইসলাম টুকু, হাদিউজ্জামান বাদশা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের তরিকুল ইসলাম প্রমুখ।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে ১ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

 কর্মবিরতি ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু ব্যবসায়ীর যোগসাজশে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাস্টমস শুল্ক স্টেশনের পাশে বেসরকারি পার্কিংগুলোতে পণ্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে চাঁদাবাজি করা হচ্ছে। পণ্যবাহী ট্রাক প্রতি ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। আর এই চাঁদার টাকা দুই দেশের কতিপয় ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদরা ভাগবাটোয়ারা করে নিচ্ছে।

এর ফলে, বাংলাদেশি আমদানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এজন্য ভারত থেকে আনা আমদানিজাত পণ্যের মূল্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অন্যান্য বন্দরের তুলনায় এই বন্দরে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকরা এ বন্দর ত্যাগ করছেন। এ কারণে ভোমরা স্থলবন্দর থেকে সরকার রাজস্ব হারাচ্ছে। এভাবে চলতে থাকলে এই স্থলবন্দরটি বন্ধ হয়ে যেতে পারে। তাই ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজি বন্ধের বিকল্প নেই। আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×